Priyoshopper

Payment Policy


PriyoShopper.com গ্রাহকদের সুবিধার্থে একাধিক নিরাপদ পেমেন্ট পদ্ধতি চালু করেছে। আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করার সময় আপনি নিচের যেকোনো একটি পদ্ধতি বেছে নিতে পারেন:



---


১. পেমেন্ট পদ্ধতি


বিকাশ (bKash)


নগদ (Nagad)


রকেট (Rocket)


উপায় (Upay)


ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery)




---


২. পেমেন্ট নির্দেশনা


মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ/রকেট/উপায়) এর মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে সেন্ড মানি/পেমেন্ট রেফারেন্স নম্বর সঠিকভাবে দিতে হবে।


পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আমাদের কাস্টমার কেয়ার-এ ট্রানজ্যাকশন আইডি (TrxID) জানাতে হবে।


ক্যাশ অন ডেলিভারি বেছে নিলে, ডেলিভারির সময় অর্ডারের সম্পূর্ণ মূল্য ও ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে।




---


৩. নিরাপত্তা


আমরা আপনার পেমেন্ট তথ্য কোনোভাবেই সংরক্ষণ করি না।


শুধুমাত্র অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা হয়, যাতে আপনার লেনদেন নিরাপদ থাকে।


ভুল নম্বরে পেমেন্ট করলে PriyoShopper.com দায়ী থাকবে না।




---


৪. রিফান্ড


অর্ডার বাতিল বা রিটার্ন অনুমোদিত হলে রিফান্ড বিকাশ, নগদ, রকেট অথবা উপায় এর মাধ্যমে করা হবে।


রিফান্ড সম্পন্ন হতে ৩-৫ কর্মদিবস সময় লাগতে পারে।