About US
তথ্য সরবরাহঃ
আমরা আপনার ব্যক্তিগত তথ্য অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কে প্রদান করি না। শুধুমাত্র আপনার অর্ডারকৃত পণ্য কুরিয়ার করার ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস কোম্পানিকে দেয়া হয়। সেইক্ষেত্রে কুরিয়ার সার্ভিস কোম্পানি তাদের ব্যবসায়িক প্রমোশন বা অন্য কাজে এই তথ্য ব্যবহার করলে তার দায়ভার সম্পূর্ণ আমাদের দায়বদ্ধতার বাইরে। তবে দেশের আইন প্রযোগকারী কোন সংস্থা যদি দেশের কাজে তাদের কোন তদন্তের প্রয়োজনে তথ্য চায় সেই ক্ষেত্রে আমরা দিতে বাধ্য থাকবো।
কুকিসঃ
কুকিস হচ্ছে ছোট একটি ফাইল যা ব্রাউজারের মাধ্যমে আপনার সম্মতি নেয়ার মাধ্যমে আপনার হার্ড ড্রাইভে সংগ্রহ করি। আমরা কুকিস সংগ্রহ করার মাধ্যমে আমরা আপনি কোন ব্রাউজারটি ব্যবহার করছেন তা চিনতে পারি, আপনার পরিচয় বুঝতে পারি যাতে করে ভবিষ্যতে আপনাকে আরো ভালো ওয়েবসাইট এক্সপেরিয়েন্স দিতে পারি। আমাদের ওয়েবসাইটের বাইরেও অন্য কোনো তৃতীয় পক্ষের কুকিস আমাদের সাইট ব্যবহারের সময় আপনি পেতে পারেন (যেমন আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে অন্য কারো তৈরি করা ওয়েব পেইজে ব্রাউজ করেন, তার কুকিস চলে আসতে পারে)। আমরা এই ওয়েবসাইটের ব্যবহার পর্যবেক্ষণ করার জন্য গুগল অ্যানালিটিক্স ব্যবহার করে থাকি। গুগল অ্যানালিটিক্স আপনার কম্পিউটারে কুকিস সংরক্ষণ করে বিভিন্ন পরিসংখ্যান ও অন্যান্য তথ্য আমাদেরকে প্রদান করে। আমাদের ওয়েবসাইট সংক্রান্ত এসব তথ্য ওয়েবসাইটের ব্যবহার সম্পর্কিত রিপোর্ট তৈরিতে সহায়তা করে।
গোপনীয়তা নীতিমালা পরিবর্তনঃ
এই গোপনীয়তা নীতিমালাটি banggomart.com যেকোন সময়ে পরিবর্তন করার অধিকার রাখে। আমাদের গোপনীয়তা নীতিমালায় যদি কোন পরিবর্তন আনা হয়, সেই ক্ষেত্রে পরিবর্তিত গোপনীয়তা নীতিমালাটি আমরা এখানে রাখবো।
আপনার সম্মতিঃ
আমাদের ওয়েবসাইট (banggomart.com) ব্যবহার করার মাধ্যমে আপনি এই গোপনীয়তা নীতিমালায় সম্মতি প্রকাশ করছেন। আমাদের গোপনীয়তা নীতিমালা নিয়ে আপনার যদি কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। আমাদের সাথে যোগাযোগের ইমেইলঃ [email protected]